ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু: ছাত্রদলের বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৮ নভেম্বর ২০২৫  
জকসু: ছাত্রদলের বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র তুলেছিলেন ছাত্রদলের কয়েকজন বিদ্রোহী প্রার্থী। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

একই সঙ্গে ‘জাগ্রত জবিয়ান’ নামে ঘোষিত তাদের বিদ্রোহী প্যানেলও প্রত্যাহার করে ছাত্রদল সমর্থিত মূল প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’কে পূর্ণ সমর্থন জানান তারা।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত ছাত্রদলের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্রোহীরা।

সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ছাত্রদল নেতা রফিক বলেন, “আমি দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি। দল যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দল যে প্যানেল দিয়েছে, আমি সেটাকেই সমর্থন জানাই এবং তাদের সঙ্গেই থাকব।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা যে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছি, তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হবে। শিক্ষার মান উন্নয়নে আমাদের প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু করতে চাই, আর সেই লক্ষ্যেই আমাদের প্রতিনিধিদের নির্বাচন করেছি।”

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ক্যাম্পাসের পরিচিত ও যোগ্যদের নিয়ে প্যানেল গঠন করেছি। আমাদের দলে অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, কিন্তু কেন্দ্রীয় সংসদে সীমিত সংখ্যক পদ থাকার কারণে সবাইকে মূল্যায়ন করা সম্ভব হয়নি। আমরা আশা করি, ভবিষ্যৎ জকসু নির্বাচনে তাদের মূল্যায়ন করা যাবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়