ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে শুরু প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবিতে শুরু প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস

বাংলাদেশের গণতন্ত্র ও রূপান্তর প্রক্রিয়া নিয়ে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক আন্তঃবিভাগীয় ‘ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস’ শুরু হয়েছে। পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ) এ কনফারেন্সের আয়োজন করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক, পিপিএসআরএফ-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ফিচার স্পিকার হিসেবে বক্তব্য দেন।

অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক কাঠামো নয়; এটি প্রতিষ্ঠান, অধিকার ও নাগরিক অংশগ্রহণের সমন্বিত চর্চা। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা নানা ট্রানজিশন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে চলছে। এই প্রেক্ষাপটে সম্মেলনটি সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি গবেষক ও স্কলারদের আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নাগরিক অধিকার সুরক্ষা এবং সহনশীল সমাজ গঠনের দিকনির্দেশনা উঠে আসবে। একই সঙ্গে এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, বাংলাদেশসহ বিশ্ব যখন গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫-এর সঙ্গে যুক্ত হতে পারা সম্মানের। কংগ্রেসের মূল প্রতিপাদ্য ‘ট্রানজিশনাল গণতন্ত্রে টেকসই রাজনৈতিক উন্নয়ন’ বাংলাদেশের জাতীয় অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। গবেষণা ভিত্তিক অন্তর্দৃষ্টি ও তুলনামূলক অভিজ্ঞতা আরও শক্তিশালী আইনগত ও সাংবিধানিক কাঠামো গঠনে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। এই যাত্রায় অনিশ্চয়তা অনিবার্য হলেও ধৈর্য ও সহনশীলতার মধ্য দিয়েই গণতন্ত্রকে টেকসই করা সম্ভব। নির্বাচন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সংস্কারের স্থায়িত্ব ও সামাজিক ন্যায়বিচার; এসব বিষয়ে উত্তর খুঁজতে আন্তঃবিষয়ক আলোচনার বিকল্প নেই।”

জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও সাংবিধানিক অভিযাত্রা, বাংলাদেশের ইতিহাস গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্র কখনোই উপহার হিসেবে আসেনি; এটি ধারাবাহিক ত্যাগ ও আত্মদানের ফল। তাই গণতন্ত্রকে নিয়মিতভাবে লালন, সুরক্ষা ও নবায়ন করতে হয়।

একই ভেন্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কনফারেন্সের শেষ দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং নরওয়ের রাষ্ট্রদূত।

কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদমাধ্যমের সম্পাদকরা ফিচার স্পিকার ও ডিসকাসেন্ট হিসেবে অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, জমা পড়া প্রায় ১৬৫টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করে ৬৭টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে। অনলাইনে প্রায় ২০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন এবং বিশ্বের প্রায় ৩৫টি দেশ থেকে এবস্ট্রাক্ট জমা পড়েছে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়