ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া (১৯৪৫-২০২৫)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ দোয়া মাহফিলের আয়োজন করে। একাউন্টিং বিভাগ মনে করে, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জাতীয় জীবনে তার ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধ্যয়ন ও মূল্যায়নের বিষয় হয়ে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করার জন্য প্রার্থনা জানাচ্ছি।

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়