ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসুর সিইসিকে পিএসসিতে নিয়োগ, ভোট নিয়ে শঙ্কা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২১ আগস্ট ২০২৫  
রাকসুর সিইসিকে পিএসসিতে নিয়োগ, ভোট নিয়ে শঙ্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

আরো পড়ুন:

সাংবিধানিক পদে নিয়োগ পাওয়ায় তিনি রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এতে নির্ধারিত তফসিল অনুযায়ী রাকসু নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছাত্রনেতারা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সময়মতোই ভোট অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশে অধ্যাপক আমজাদ হোসেনকে পিএসসির সদস্য করা হলো। তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত- যেটি আগে ঘটে, ততদিন এ দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমি আলোচনার মাধ্যমে দায়িত্ব ছেড়ে দিয়েছি। দ্রুতই নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে।”

রাকসুর আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বদল হলেও নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। প্রয়োজনে বর্তমান কমিশনের মধ্য থেকেই নতুন দায়িত্বপ্রাপ্তকে নিয়োগ দেওয়া হবে।”

অন্যদিকে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতির হুঁশিয়ারি, মনোনয়নপত্র বিতরণের সময় পেছানো এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ—সবমিলিয়ে ছাত্র সংগঠনগুলো আশঙ্কা করছে, নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন নাও হতে পারে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “নির্বাচন কমিশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এগুলো কাকতালীয়ভাবে ঘটছে না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, “নির্বাচন কমিশনারের রদবদলে তফসিল অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিতর্কিত কাউকে কমিশনার করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।”

তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন আশ্বস্ত করে বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বদল হলেও নির্বাচন দীর্ঘায়িত হবে না। উপাচার্য ক্যাম্পাসে ফিরলেই নতুন কমিশনার নিয়োগ হবে। তফসিল অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং নির্ধারিত সময়েই ভোট হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়