রাবিতে ৭০ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়াড
রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্কুল শিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর বিভাগীয় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিভাগের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত সেরা ২০০ শিক্ষার্থীকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাবির ইঞ্জিনিয়ারিং অনুষদে আয়োজিত হয় রাজশাহী বিভাগের সবচেয়ে বড় এ প্রযুক্তি প্রতিযোগিতা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালিত আইসিটি ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) এর উদ্যোগে এবং রাবির আইট্রিপলির সহযোগিতায় এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মজার বিভিন্ন প্রশ্ন করে জিতে নেয় পুরস্কার। তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চাওয়ার পরামর্শ থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীদের জানার আগ্রহ ছিল ব্যাপক। প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে শপথ নেয়। মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী।
আরজেপি সভাপতি তারেক আবরার এর উপস্থাপনায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকনুজ্জামান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক।
অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিদা হোমায়রা, অধ্যাপক ড. দীপঙ্কর দাস, রুয়েটের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মো. লোকমান হোসেন, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো: মাহফুজুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিআইআর বিভাগের রিসার্চ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ তামিম এবং সিএসই বিভাগের প্রভাষক অয়ন সরকার।
সমাপনী অনুষ্ঠান শেষে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এ অংশ নেওয়া সেরা ২০০ বিভাগীয় প্রতিযোগির মধ্য থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের পদক, সনদ ও টিশার্ট প্রদান করা হয়। রাজশাহী বিভাগের সেরা এই ৫০ শিক্ষার্থী আগামী ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী আরজেপি গ্র্যান্ড ক্যাম্প ও ওয়ার্কশপে অংশগ্রহণ করবে।
আরজেপির এই আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল আইটিব্রিজ একাডেমি, ম্যাগাজিন পার্টনার ছিল ব্যাপন। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে ছিল জেলা প্রশাসন রাজশাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী, পোলার আইসক্রিম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ, জেনন একাডেমি, রেটিনা রাজশাহী এবং অরবিটাল।
ঢাকা/মাহাফুজ/মেহেদী