ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৫ অক্টোবর ২০২৫  
‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট এবং হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আঙ্গুলে কালো দাগ দেওয়ার জন্য স্থায়ী মার্কার আমদানি করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে ‘থ্রি ডাইমেনশন’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে সেগুলো পার করে যেতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, “আমরা দেখেছি ডাকসু, জাকসুতে আঙুলের  কালি উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই আমরা রাকসু নির্বাচনের জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত করতে। নির্বাচনে আমরা ‘থ্রি ডাইমেনশন’ নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রত্যেককে সেগুলো পার করে যেতে হবে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “যদি আমাদের কোনো ভোটারকে সন্দেহ হয়, সে ক্ষেত্রে কিউআর কোড স্ক্যানেরের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করবো। এছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। সবকিছু এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি আমরা।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।”

নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়