ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে রুপালী ব্যাংক টাওয়ার উদ্বোধন

শেখ মহিউদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৫ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে রুপালী ব্যাংক টাওয়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে রুপালী ব্যাংক টাওয়ার উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার বিকেল চারটায় শহরের কাচিঝুলিতে ফিতা কেটে ব্যাংকের ৫ম তলা টাওয়ার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রুপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, পৌর মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কার্যালয়ের জিএম খালেদ হোসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির কনফারেন্স রুমে ময়মনসিংহ বিভাগের রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ব্যাংকের জিএম খালেদ হোসেনের সভাপতিত্বে ব্যাংকিং কার্যক্রম, সেবার মান বৃদ্ধিসহ নানা দিক নিয়ে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৫ নভেম্বর ২০১৬/শেখ মহিউদ্দিন/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়