ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১ মার্চ ২০২১  
ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১ মার্চ) ২৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে রেনাটার ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে বিকন ফার্মা। কোম্পানিটির ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে ইউনিলিভার।

ব্লক মার্কেটে লেনদেনে নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৩ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব‌্যাকোর ৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার টাকার, বিবিএস ক‌্যাবলসের ১০ লাখ ৮১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১২ লাখ ৩৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ২৪ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ৫৯ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ২ কোট ১০ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৮ লাখ ৪৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ১৯ লাখ ৪২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, স্টাইল ক্রাফটের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ লাখ ২০ হাজার টাকার এবং গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়