ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজার মূলধন কমেছে ১১ হাজার ৭০৩ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৩ এপ্রিল ২০২১  
বাজার মূলধন কমেছে ১১ হাজার ৭০৩ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে আরও একটি সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। এ সময় বাজারে সূচক-লেনদেন কমেছে। এছাড়া, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৭০৩ কোটি ৪ লাখ টাকা।

সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৭১৪ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯২ হাজার ৪৬৫ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৪৭৬ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন কমেছে ৬ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৭০৩ কোটি ৪ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৪৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৬১ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৯৮০ কোটি ২ লাখ ৩৯ হাজার ৫১৭ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫০৭ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭ টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ১৩১ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৫১১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮৫ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৫৪ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৭৩ টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০১ পয়েন্ট কমে ৯ হাজার ২০৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৭০ পয়েন্ট কমে ১১ হাজার ৬০৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির শেয়ার দর।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়