ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
|| রাইজিংবিডি.কম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন বৃহস্পতিবার (১৫ জুলাই) ভাচুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান। এতে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শাব্বির ও মো মাহবুব আলম এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এম শহীদুল এমরান।
বরিশাল জোনপ্রধান মো: আমিনুর রহমান-এর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের বরিশাল জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়।
শেখ সুমন/নাসিম