ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ জুলাই ২০২১  
দাম বাড়ার শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পনিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটি ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষ উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জুলাই) লেনদেন শেষে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকা। বুধবার (২৮ জুলাই) লেনদেন শেষে দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৬.১০ টাকা। ফলে দাম ৫.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ১০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৭৫ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, বিকন ফার্মার ৮.০৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৭৫ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬.৭৫ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ৬.৪৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়