ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাণিজ্যমেলায় কেনা পণ্য ঘরে পৌঁছে দেবে পেপারফ্লাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৫ জানুয়ারি ২০২২  
বাণিজ্যমেলায় কেনা পণ্য ঘরে পৌঁছে দেবে পেপারফ্লাই

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে পেপারফ্লাই৷ বাণিজ্যমেলা থেকে কেনা পণ্য ক্রেতাদের ঘরে পৌঁছে দেবে পেপারফ্লাই।

শনিবার (১৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্যমেলায় পেপারফ্লাইয়ের স্টলে যে কেউ তাদের শপিং ব্যাগ জমা দিতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের যেকোনো প্রান্তে গ্রাহকের ঘরে তা পৌঁছে দেবে পেপারফ্লাই৷ বাণিজ্যমেলার হোম ডেলিভারি সার্ভিসে থাকছে ১০ শতাংশ বিশেষ ছাড়৷

মেলায় অংশগ্রহণকারী স্টল পরিচালকদের জন্যও পেপারফ্লাই ডেলিভারি সার্ভিস চালু থাকবে৷

পেপারফ্লাইয়ের কো-ফাউন্ডার এবং চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেছেন, ‘আমরা দর্শনার্থীদের দ্রুত গতির লজিস্টিক সেবা দিতে চাই। এরকম সেবা বাণিজ্যমেলাতে আগে দেখা যায়নি। যেহেতু, পণ্য পরিবহনের সমস্যার সমাধান হিসেবে পেপারফ্লাই আছে, তাই দর্শনার্থীরা এখন দ্বিধাহীনভাবে কেনাকাটা করতে পারবেন৷  আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ সেবা বাণিজ্যমেলার সব দর্শনার্থীর জন্যই উন্মুক্ত।’

দেশজুড়ে দ্রুত গতির ডোরস্টেপ ডেলিভারি সেবার জন্য জনপ্রিয় পেপারফ্লাই। দারাজ, র‌্যাংগস, ওয়ালটন, আড়ং, গ্রামীণফোন এবং রবিসহ বিভিন্ন বড় কোম্পানিকে ডেলিভারি সেবা দিচ্ছে পেপারফ্লাই।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়