ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বেস্ট হোল্ডিংসের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৩০ এপ্রিল ২০২৪  
বেস্ট হোল্ডিংসের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের চলতি হিসাব বছরের নয় মাসের (জুলাই-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের নয় মাসের প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলে (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিতে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৫ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

আলোচিত সময়ের কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১.২৬ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিতে শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১.২৫ টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়