সিটি ব্যাংকের এজিএমের সময় ও স্থান নির্ধারণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি’র বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে দুপুর ২টায় ব্যাংকটির এজিএম আজ ৩০ মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাবছরের বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির এজিএমে ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা। সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৪২ টাকা।
ঢাকা/এনটি/ইভা