ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল

বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এই সীমা শিথিল করা করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আরো পড়ুন:

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য এই সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে অনেকে আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তাদের চিকিৎসা ব্যয় অন্য সাধারণদের চেয়ে বেশি । আহতের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করেছে। এই সার্কুলারের ফলে আহতরা বিদেশে হাসপাতলের চিকিৎসা ব্যয়ের চাহিদা অনুযায়ী ডলার বহন করতে পারবেন এবং  চিকিৎসা ব্যয় করতে পারবেন। 

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়