ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

পুঁজিবাজারের মনোস্পুল পেপার ও পেপার প্রোসেসিংয়ের নাম পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ মার্চ ২০২৫  
পুঁজিবাজারের মনোস্পুল পেপার ও পেপার প্রোসেসিংয়ের নাম পরিবর্তন

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত দুইটি কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি দুইটি হলো- মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

এখন থেকে ‘মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি পিএলসি’ হবে। রবিবার (১৬ মার্চ) থেকে কোম্পানিটি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর পরিবর্তে কোম্পানির নাম এখন থেকে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং পিএলসি হবে। রবিবার (১৬ মার্চ) থেকে এই নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়