ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্র্যাক ব্যাংকের এএমডি-ডিএমডি পদে নতুন ৪ মুখ

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৬ এপ্রিল ২০২৫  
ব্র্যাক ব্যাংকের এএমডি-ডিএমডি পদে নতুন ৪ মুখ

‘সিনিয়র লিডারশিপ টিমের’ চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক।

এদের মধ্যে ব্যাংকটির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ব্যাংকিং বিভাগের ডিএমডি সৈয়দ আব্দুল মোমেন এএমডি পদ পেয়েছেন।

আর ডিএমডি হয়েছেন ব্যাংকটির ব্যাংকটির ‘হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস’ নাজমুর রহিম ও ‘হেড অব অপারেশনস’ মো. মুনীরুজ্জামান মোল্যা।

এ পদোন্নতি ১ এপ্রিল থেকে কার্যকরের কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলছে, তারেক রেফাত উল্লাহ খান করপোরেট ব্যাংকিংয়ে তিনগুণ প্রবৃদ্ধি এবং টেকসই ডিজিটাল অপারেশন গড়ে তোলায় ভূমিকা রেখেছেন। সৈয়দ আব্দুল মোমেন বিশেষ করে এসএমই ব্যাংকিংয়ে দূরদর্শী নেতৃত্বের জন্য প্রশংসিত।

নাজমুর রহিম কার্ড ও অল্টারনেট ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মো. মুনীরুজ্জামান মোল্যা অপারেশনস ম্যানেজমেন্টে দেশের ও আন্তর্জাতিক ব্যাংকিংয়ে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীরা আমাদের করপোরেট, এসএমই, অপারেশনস এবং অল্টারনেট ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

“বিভিন্ন আর্থিক সূচকে ব্র্যাক ব্যাংক এখন শীর্ষ পর্যায়ে রয়েছে। মধ্যম-সারির একটি ব্যাংককে ব্যাংকিং খাতের শীর্ষে নিয়ে যেতে তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্র্যাক ব্যাংককে দেশের সবচেয়ে বড় এবং ইমপ্যাক্টফুল ব্যাংকে রূপান্তর করতে সামনের দিনগুলোতেও তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়