ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
|| রাইজিংবিডি.কম
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। দক্ষিণ ইসরায়েলের কিছু ভিডিও ফুটেজে বড় ধোঁয়ার কুণ্ডলী, জ্বলন্ত গাড়ি এবং আগুন নিয়ন্ত্রণে জরুরি পরিষেবা কর্মীদের দেখা গেছে। ঘটনাস্থলটি একটি প্রধান সড়ক বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরানের হামলা ঠিক কোথায় আঘাত করেছে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। আলজাজিরা লিখেছে, “এখনও পরিষ্কার নয়, কারণ আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি যে, কোন লক্ষ্যবস্তুকে টিক আঘাত করা হয়েছে।”
তিনি আরো বলেন, “ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখন সুরক্ষিত আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।” তবে তারা স্পষ্ট করে বলেনি, ঠিক কোথায় ওই ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে।
আলজাজিরা আরো লিখেছে, দক্ষিণ ইসরায়েল কেন্দ্রীয় অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ, যেখানে গত কয়েক দিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
১৩ জুন ইসরায়েল ইরানে হামলার পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। দুই দেশের এই সংঘাতে ইসরায়েলের পক্ষে হামলা যুক্ত হওয়া, না-হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
অবশ্য ইউরোপসহ বাকি বিশ্ব এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর আহ্বান জানিয়ে যাচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পকে ইরান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ঢাকা/হাসান/রাসেল