ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিটি ব্যাংক ও আইবিএ মিলে আনছে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৭ জুলাই ২০২৫   আপডেট: ২২:১২, ৭ জুলাই ২০২৫
সিটি ব্যাংক ও আইবিএ মিলে আনছে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’

সিটি ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’ চালু করতে যাচ্ছে।

সম্প্রতি আইবিএ প্রাঙ্গণে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় জানিয়ে সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কর্পোরেট নেতৃত্ব বিকাশে এটি ‘গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’।

আরো পড়ুন:

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ছাড়াও দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগ বাংলাদেশে প্রথম, যেখানে একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের অগ্রগণ্য অ্যাকাডেমিক প্রতিষ্ঠান যৌথভাবে একটি পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নে একত্র হয়েছে।

আইবিএর অভিজ্ঞ অনুষদ সদস্য এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা এই প্রোগ্রামটি পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা পাবেন কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, এবং সিদ্ধান্ত গ্রহণের বাস্তবমুখী প্রশিক্ষণ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি বড় মাইলফলক এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়