ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ড ইস্যু পরিকল্পনায় পরিবর্তন আনছে ইস্টার্ন ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১০ জুলাই ২০২৫  
বন্ড ইস্যু পরিকল্পনায় পরিবর্তন আনছে ইস্টার্ন ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সাব-অর্ডিনেটেড বন্ডের পরিবর্তে এবার জিরো কুপন সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ইস্টার্ন ব্যাংক পিএলসি ব্যাসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে, এটি বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পর চূড়ান্তভাবে কার্যকর হবে।

জিরো কুপন বন্ডে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুদ না দিয়ে ছাড়মূল্যে বিক্রি করা হয় এবং পরিপক্কতার সময় পূর্ণ মূল্য পরিশোধ করা হয়। ফলে, এ ধরনের বন্ড ইস্যু ব্যাংকের মূলধন কাঠামো পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়