বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য সহযোগিতার আহ্বান উপদেষ্টার
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন সময় এসেছে এই সম্পর্ককে অর্থনৈতিক পর্যায়ে আরো মজবুত করার।”
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
শেখ বশিরউদ্দীন বলেন, “পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ–পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হয়েছে।”
এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা পুরোপুরি কাজে লাগানো হয়নি।”
তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধি করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি