ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ ব্যাংকের পর্ষদ বাতিল

‘নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪০, ৫ নভেম্বর ২০২৫
‘নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শরীয়াহভিত্তিক ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তবে ব্যাংকগুলোর দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ হবে না। এসব ব্যাংকের আমানতকারীরা চলতি নভেম্বর মাস থেকেই আমানতের অর্থ তুলতে পারবে। যেসব আমানতকারীর আমানতের পরিমাণ ২ লাখ টাকার নিচে তারাই এই আমানত তুলতে পারবেন। তবে ২ লাখ টাকার উপরে রাখা আমানতের অর্থ উত্তোলন করার বিষয়ে শিরগিরই একটি নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

আরো পড়ুন:

আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, “ব্যাংকগুলো যেহেতু সরকারের অধীনে যাচ্ছে তাই আমানতকারীদের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলেও যাদের প্রয়োজন আছে তারাই শুধু অর্থ উত্তোলন করবেন। অযথা ব্যাংকে ভিড় করবেন না।”

তিনি বলেন, “ব্যাংকগুলোর ব্যবসা ধারাবাহিকভাবে চলবে। বড় ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের  আমানতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরিই একটি নির্দেশনা জারি করবে। আমাদের লক্ষ্য, ব্যবসায়িক কার্যক্রম চালু রাখা এবং ধাপে ধাপে পাঁচ ব্যাংকের সম্পদ ও আইটি সিস্টেম একীভূত করা।”

তিনি বলেন, “পাঁচটি ব্যাংকের মোট ৭৫০টি শাখা ও ৭৫ লাখ আমানতকারী রয়েছে। লিকুইডেশন এড়াতে তাদের স্বার্থে প্রথম ধাপেই কাঠামোগত ও প্রযুক্তিগত একীভূতকরণ শুরু করা হয়েছে।”

গভর্নর বলেন, “নন-ভায়েবল বা টেকসই নয় বলে ঘোষিত পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রতিটিতে অস্থায়ী অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে। ব্যাংকগুলোর কোম্পানি সেক্রেটারিকে ‘নন-ভায়েবিলিটি’ নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে বোর্ডের কার্যকারিতা বন্ধ হয়েছে-তারা আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।”

গভর্নর বলেন, “পাচ ব্যাংক একীভূত করে সরকারি ব্যাংক হলেও এটি বেসরকারি ব্যাংকের মতই পরিচালিত হবে। ব্যাংকগুলোতে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চলবে, গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না। ব্যাংকগুলোতে পেমেন্ট, আমদানি রপ্তানির এলসি খোলা যাবে, রেমিট্যান্স কার্যক্রম আগের মতোই সচল থাকবে। আপাতত ৫ জন প্রশাসক ব্যাংকগুলো পরিচালনা করবে।”

তিনি বলেন, “ব্যাংকগুলোর দায়িত্ব সরকার নিলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন হবে না। বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তারা বেতন-ভাতা পাবেন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকে দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার। আর আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশ এখন খেলাপি।

গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এছাড়া এসব ব্যাংকের বড় অঙ্কের ঋণ শ্রেণিকৃত, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি রয়েছে। সরকার পরিবর্তনের পর ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়