ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইনটেক অনলাইন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৩০ মার্চ ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইনটেক অনলাইন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত ইনটেক অনলাইন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (৩০ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ইনটেক অনলাইনের শেয়ারের দাম কমেছে ১৬.০৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩.৫০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এএফসি এগ্রোর ১৪.১২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৪.১১ শতাংশ, ফরচুন সুজের ১৩.৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২.৫০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১২.৫০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ১১.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৫৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ১১.৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ার টেকের ১১.২৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়