ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেয়ারের টিক সাইজ পরিবর্তন, কার্যকর ২৯ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২৫
শেয়ারের টিক সাইজ পরিবর্তন, কার্যকর ২৯ অক্টোবর

পুঁজিবাজারের ইতিহাসে প্রথমবারের মতো এক টাকার নিচে লেনদেন হওয়া শেয়ারের জন্য নতুন টিক সাইজ (শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন) নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন এই নিয়মে ১ টাকার নিচে মূল্যের শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা টিক সাইজ নির্ধারণ করা হয়েছে ০.০১ টাকা। বুধবার (২৯ অক্টোবর) থেকে তা কার্যকর হবে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ০.১০ টাকা নির্ধারিত আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের দাম ১ টাকার নিচে নেমে আসায় বিদ্যমান নিয়ম বাজার বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখতে ডিএসই নতুন এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কয়েকটি ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারের দাম ১ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এবং ইতোমধ্যেই দুটি কোম্পানির দাম ১ টাকার নিচে নেমে গেছে। পুরোনো ০.১০ টাকা টিক সাইজের কারণে এই শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সীমায় আটকে পড়েছিল, ফলে লেনদেন কার্যত বন্ধ হয়ে যাচ্ছিল।

উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো শেয়ারের দাম ১ টাকা থেকে ০.৯০ টাকায় নেমে আসে, সেটি ১০ শতাংশ দরপতন বোঝায়। কিন্তু শেয়ারদর যদি ০.৯০ টাকায় নেমে যায়, তাহলে ০.০৯ টাকা কমে অর্ডার দিতে পারছিলেন না, যার ফলে বাজারে দামের স্বাভাবিক সমন্বয় ও লেনদেন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ছিল। এই প্রেক্ষাপটে, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটেড ট্রেডিং রেগুলেশনস, ১৯৯৯ এর ১৮ নম্বর প্রবিধানের অধীনে ডিএসই এই নতুন নিয়ম কার্যকর করছে। নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীরা এখন ৮৭, ৮৮ বা ৮৯ পয়সার মতো নির্দিষ্ট দামে অর্ডার দিতে পারবেন।

এতে ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান (বিড-আস্ক স্প্রেড) কমবে, বাজারের তারল্য বাড়বে ও লেনদেন ব্যয়ও কমে আসবে।

ডিএসই জানিয়েছে, এই পরিবর্তনের ফলে দামের সুক্ষ্ম পরিবর্তন সম্ভব হবে, মূল্য নির্ধারণ আরো বাজারবান্ধব হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে বাজার কাঠামো সামঞ্জস্যপূর্ণ হবে।

সম্প্রতি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) এবং ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার ০.৯০ টাকায় লেনদেন হয়ে বাজারে ইতিহাস সৃষ্টি করেছে।

ডিএসই এর তথ্য অনুযায়ী, বর্তমানে ১০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার তাদের অভিহিত মূল্য ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে, যার মধ্যে ৫৫টির দাম ৫ টাকারও নিচে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন টিক সাইজের এই উদ্যোগ লেনদেনের স্থবিরতা ভাঙবে এবং বিনিয়োগকারীদের আবার সক্রিয় হওয়ার সুযোগ দেবে। তবে তারা বলছেন, এই নতুন নিয়ম কার্যকর করতে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের ট্রেডিং সফটওয়্যার ও সিস্টেম আপডেট করতে হবে।

এ বিষয়ে ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন সাংবাদিকদের জানান, ১ টাকার নিচে লেনদেন হওয়া শেয়ারের নতুন টিক সাইজ সম্পর্কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হয়েছে। ডিএসইর ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ আগে কখনো কোনো কোম্পানির শেয়ারের দাম ১ টাকার নিচে নামেনি। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ১টাকার নিচে টিক সাইজ পুনর্বিবেচনা করা প্রয়োজন হয়ে পড়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়