ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি বিক্রি করবে এনার্জিপ্যাক পাওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৩ নভেম্বর ২০২৫  
জমি বিক্রি করবে এনার্জিপ্যাক পাওয়ার

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ রাজধানীর তেজগাঁওয়ে তাদের মালিকানাধীন জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখন শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ সভা ডাকার প্রস্তুতি চলছে।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, তেজগাঁও এলাকার ১৬.৫০ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। এই জমি তাদের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশনসের কাছে হস্তান্তর করা হবে। জমি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগে ব্যবহার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জমি বিক্রির আর্থিক বিবরণ, প্রাপ্ত অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং লেনদেনের সময়সূচি শেয়ারহোল্ডারদের সভায় অনুমোদনের পর বিস্তারিত প্রকাশ করা হবে বলে কোম্পানি জানিয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য সভার তারিখ, সময় ও রেকর্ড ডেট শিগগিরই জানানো হবে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়