ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৪ জানুয়ারি ২০২৬  
পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ জানুয়ারি) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, রবিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০৪টি কোম্পানির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির।

এদিন ডিএসইতে মোট ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫১৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.১৩ পয়েন্ট বেড়ে ৮৫৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৭.৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০০টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

সিএসইতে ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়