ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতেই আসছে ভারতের অক্সিজেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৪ জুলাই ২০২১  
রাতেই আসছে ভারতের অক্সিজেন

উপহার হিসেবে দেওয়া ভারতের ২০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন শনিবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশে প্রবেশ করবে। রোববার সকাল নাগাদ ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে অক্সিজেন খালাস করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আল এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। শনিবার রাত ১০টার মধ্যে ট্রেনটি বেনাপোল স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক‌্যাল অক্সিজেন লোড করে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।

 

ঢাকা/হাসান/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়