ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন ৭৭ জন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৫ আগস্ট ২০২১  
সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন ৭৭ জন 

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে শিক্ষা প্রকৌশল অধিদফরের সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাসউদ সাক্ষরিত একটি আদেশে তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর দেশের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। 

আরো পড়ুন:

১০টি শর্ত দিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে ২২,০০০-৫৩,০৬০-৯ম গ্রেড) বেতন প্রচলিত অন্যানা ভাতাদি পাবেন।  নিয়োগপ্রাপ্তরা বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারবেন। দুই বছর শিক্ষানবিস হিসেবে কর্মরত থাকার পর সব শর্ত পূরণ করার শর্তে চাকরি স্থায়ী হবে।

৭৭ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে ৭৭ জন সহকারী প্রকৌশলীর এই বিশাল নিয়োগ দেওয়ায় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, সচিবকে ধন্যবাদ।  এ দফতরের জনবল সংকট চলছে। এ নিয়োগ জনবল সংকট কিছুটা হলেও লাঘব হবে।
 

ইয়ামিন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়