ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসির ফরম পূরণে অকৃতকার্য ও অনিয়মিতদের ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৩ আগস্ট ২০২১   আপডেট: ১১:৩৩, ২৩ আগস্ট ২০২১
এসএসসির ফরম পূরণে অকৃতকার্য ও অনিয়মিতদের ভিড়

এবার অটোপাস ঠেকাতে সব ধরনের ছাড় দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচনী পরীক্ষা ছাড়াই সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে এসএসসিতে ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে।

সময় শেষ হওয়ার পরও ১ হাজারের বেশি পরীক্ষার্থী নতুন করে ফরম পূরণের জন্য আবেদন করেছেন। এক, দুই বা তার বেশি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী এখন গণহারে ফরম পূরণ করতে বোর্ডে যোগাযোগ করছেন। অনিয়মিত শিক্ষার্থীরা নিয়মিত বোর্ডে আসছেন।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ছিল কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগে ফরম পূরণ করেনি প্রায় লক্ষাধিক শিক্ষার্থী। যদিও এসব শিক্ষার্থীকে ড্রপআউট হিসেবে চিহ্নিত করতে চায় শিক্ষাবোর্ড। তারপরও ২০২০ সালের চেয়ে ২০২১ সালে নির্দিষ্ট সংখ্যার চেয়ে ৬৫ হাজার বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে। নতুন করে আরও কয়েক হাজার শিক্ষার্থী ফরম পূরণ করতে চায়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ২০ লাখ ৪০ হাজার ২৮ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে সব বোর্ডের অধীনে গত ১৯ আগস্ট পর্যন্ত ফরম পূরণ করেছে ২১ লাখ পাঁচ হাজার ১২৫ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ফরম পূরণের সময় চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার আবেদন জমা পড়েছে। তারা ফরম পূরণের জন্য নতুন করে করে সময় চেয়েছেন। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বলছেন, ফরম পূরণের সুযোগ চেয়ে প্রতিদিনই অভিভাবক-শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এস এম আমিরুল ইসলাম বলেন, করোনাসহ নানা কারণে ফরম পূরণ করতে পারেনি এমন অনেক অভিভাবক-শিক্ষার্থীরা বোর্ডে আসছেন। অনেকেই লিখিত আবেদন করেছেন। অনেকেই ফরম পূরণের জন্য নানা মাধ্যমে বোর্ডগুলোতে যোগাযোগ করছেন। এদের ফরম পূরণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বোর্ডের সংশ্লিষ্টরা জানান, অটোপাস বা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল হবে সরকারের এমন ঘোষণার পর থেকেই সব অনিয়মিত বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী এবার পরীক্ষা অংশ নিতে উৎসাহ দেখাচ্ছে।

ইয়ামিন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়