ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবহন ধর্মঘটেও ৭ কলেজে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৬ নভেম্বর ২০২১   আপডেট: ১০:৫৫, ৬ নভেম্বর ২০২১
পরিবহন ধর্মঘটেও ৭ কলেজে ভর্তি পরীক্ষা

পরিবহন ধর্মঘটের মাঝেও ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৯৪ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ১১টায়।

আরো পড়ুন:

জানা গেছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাসের ভাড়া সমন্বয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাস ধর্মঘট চলছে। এর মধ্যেই ভর্তিচ্ছুরা নানা উপায়ে সকাল থেকেই কেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীরা পায়ে হেঁটে রিকশা, সিএনজিসহ নানা উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। তারা নিজেদের ভোগান্তির কথা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, পরীক্ষার তারিখ শিডিউল আমাদের পূর্ব নির্ধারিত ছিল। তাই পেছানোর বা স্থগিতের সুযোগ নেই।

গতকাল বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়