ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রুত ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি, চেয়ারম্যানকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৮ এপ্রিল ২০২২  
দ্রুত ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি, চেয়ারম্যানকে স্মারকলিপি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ও দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরাম।

এ দাবিতে সোমবার (১৮ এপ্রিল) এনটিআরসিএ’র সমানে তারা মানববন্ধন পালন করেছেন।

নিয়োগ প্রত্যাশীরা বলেন, মামলা বা অন্য কোনো অজুহাতে বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল ও চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম বিলম্বিত করা যাবে না। এর কারণে ১৬তম বা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা কেন ভুক্তভোগী হবে। আমরা দ্রুত বিশেষ পরীক্ষার ফল প্রকাশ করে চতুর্থ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে আবারও সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।

পরে আন্দোলনকারীদের মধ্য থেকে কয়েকজন প্রতিনিধি এনটিআরসিএ সচিবের সঙ্গে সাক্ষাত করে স্মারকলিপি তুলে দেন। এসময় সচিব বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর আর চতুর্থ গণবিজ্ঞপ্তি জুনে প্রকাশের আশ্বাস দিলে প্রতিনিধি দল ফিরে এসে আগামী ১৬ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এ বিষয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সভাপতি এম এ আলম বলেন, ঈদের আগে বিশেষ বিজ্ঞপ্তির ফল প্রকাশ ও পরবর্তী মাসে চতুর্থী গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরা সকাল থেকে এনটিআরসিএ’র সামনে মানববন্ধন পালন করি। পরে আমাদের দাবি-দাওয়া নিয়ে এনটিআরসিএ সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তিনি আমাদের জানিয়েছেন, বিশেষ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের আগে আদালতের পরামর্শ প্রয়োজন হবে। সেটি হলে ঈদের পর ফলাফল প্রকাশ করা হবে। আর আগামী জুনে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, সচিবের প্রতিশ্রুতিতে আমরা আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা না হলে আগামী ১৬ মে থেকে এনটিআরসিএ’র সামনে আমরা লাগাতার অনশন পালন করা হবে বলেও জানান তিনি।

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়