ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিমের স্থগিত ৪ দিনের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৩ জুলাই ২০২৫  
আলিমের স্থগিত ৪ দিনের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

ফাইল ছবি

ঢাকায় বিমান বিধ্বস্ত ও ফেনীতে বন্যসহ বিভিন্ন কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের চারদিনের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী- আলিমের গত ১০ জুলাইয়ে সারা দেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই (মাদরাসা শিক্ষা বোর্ডের নোটিশে ভুল করে ১৫ জুলাই লেখা) শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।

অন্যদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট। ১৭ আগস্ট নেওয়া হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়) ও তাজবীদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)।

এছাড়া, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট। এ পরীক্ষা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

ঢাকা/হাসান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়