ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৬ অক্টোবর ২০২৫  
শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। 

তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের  দাবিদাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, “বাড়িভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরো একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।” 

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও এ বিষয়ে প্রতিনিয়ত কাজ চলছে।” 

তিনি বলেন, “আমরা শিক্ষকদের আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে সমাধান আসবে। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।”

শিক্ষা সচিব সবার সহযোগিতা চেয়ে বলেন, “সরকার চেষ্টা করছে। তবে এর প্রভাব দেখতে কিছুটা সময় লাগবে।”

আন্দোলনকারীদের তিনটি দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসাভাতা দেড় হাজার টাকা করা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়