Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০২ জমাদিউল আউয়াল ১৪৪৩

আসছে ‘মহুয়া সুন্দরী’র অডিও

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৩ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসছে ‘মহুয়া সুন্দরী’র অডিও

‘মহুয়া সুন্দরী’ সিনেমায় পরীমনি ও সুমিত

রাহাত সাইফুল : পরী-সুমিত জুটির মহুয়া সুন্দরী সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ চলছে ভারতে। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে সিনেমার গানের অডিও অ্যালবাম প্রকাশ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। অ্যালবামটি বাজারে আনছে এস. এস. ডি. টেক।


‘ময়মনসিংহ গীতিকা’র কাহিনি অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমা মহুয়া সুন্দরী পরিচালনা করেছেন রওশন আরা নিপা। এতে পরী-সুমিত ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, বড়দা মিঠু’সহ অনেকে।


সিনেমাটিতে মোট গান রয়েছে মোট ছয়টি। গানগুলোর সংগীতায়োজন করছেন অমিত ও ইমন সাহা।

 

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মহুয়া সুন্দরী’ নিয়ে এর আগেও ১৯৬৬ সালে আলী মনসুর নির্মাণ করেছিলেন মহুয়া শিরোনামে একটি চলচ্চিত্র। ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন মহুয়া সুন্দরী নামের আরো একটি সিনেমা।

 


রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়