ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মিথিলা আপু বাবা-মার সঙ্গে আমি বড় আপুর বাসায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিথিলা আপু বাবা-মার সঙ্গে আমি বড় আপুর বাসায়’

করোনা সংক্রমণ রোধে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন মডেল-অভিনেত্রী মিশৌরি রশীদ। জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন তিনি। তবে এই ঘরবন্দি দিনে মিথিলা ও তার বাবা-মায়ের সঙ্গে নেই এই অভিনেত্রী।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মিশৌরি রশীদ বলেন—‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাসার সবাই-ই ভালো আছেন। তবে আমি এখন আমাদের বাসায় নেই। মীম আপুর (বড় বোন) বাসায় আছি। করোনাভাইরাসের প্রকোপের আগে থেকেই আপুর বাসায় ছিলাম। এখনো আপুর এখানেই আছি। মিথিলা আপু এখন বাবা-মার সঙ্গে রয়েছেন।’

মিশৌরির বড় বোন মীম রশীদ অভিনেতা ইরেশ যাকেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মিশৌরি এখন তাদের বাসায় রয়েছেন। দীর্ঘ দিন ধরে গৃহবন্দি সময় কাটছে তার। মিশৌরির ভাষায়—‘সময় কাটছে খুব ভালোই। বই পড়ছি, সিনেমা দেখছি, রান্না করছি—এভাবেই কেটে যাচ্ছে আর কি!’

অন্যদিকে মিথিলার বর টলিউড সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি কলকাতায় নিজ বাসায় অবস্থান করছেন। গত ১৯ মার্চ সকালে জোহানেসবার্গ থেকে কলকাতায় ফিরেন সৃজিত। এয়ারপোর্টে নেমেই জানান, তিনি সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর থেকে স্বেচ্ছা গৃহবন্দি রয়েছেন এই নির্মাতা।

সৃজিতের সঙ্গে কথা হয় কিনা এমন প্রশ্নের উত্তরে মিশৌরি বলেন, ‘সৃজিত এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে ভালো আছে। হোয়াটসঅ্যাপে আমাদের পরিবারের একটি গ্রুপ আছে। সেখানে সবার সঙ্গে সবারই নিয়মিত কথা হচ্ছে।’

২০১৬ সালে মুঠোফোন কোম্পানি রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হন মিশৌরি। এটি নির্মাণ করেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরবর্তী সময়ে এই নির্মাতার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি মিশৌরি একাধিক একক নাটকে অভিনয় করেছেন। গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়