ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থ কষ্টে থাকা অভিনেতার পাশে সোনু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্থ কষ্টে থাকা অভিনেতার পাশে সোনু

সুরেন্দ্র রজন ও সোনু সুদ

অভিনেতা সোনু সুদ। ভারতের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিক, যারা লকডাউনের সময় মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদের বাড়ি ফেরাচ্ছেন এই অভিনেতা। এখন তিনি রীতিমতো হিরো।

এবার অর্থ কষ্টে থাকা অভিনেতা সুরেন্দ্র রজনের পাশে দাঁড়ালেন সোনু। এই অভিনেতার সঙ্গে ‘আর রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

একটি ওয়েব সিরিজের শুটিং করতে গত মার্চে মুম্বাই আসেন সুরেন্দ্র রজন। কিন্তু হঠাৎ লকডাউন শুরু হওয়ায় মুম্বাইয়ে আটকা পড়েন। তবে আগামী ১৮ ‍জুনের আগে এই অভিনেতাকে বাড়ি ফেরাবেন বলে আশ্বস্ত করেছেন সোনু।

‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমাতেও অভিনয় করেছেন সুরেন্দ্র রজন। সোনুর কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘সোনু সুদ অসাধারণ কাজ করছে। আমি আশ্চর্য হয়েছি, একটা মানুষ এরকম কাজ করতে পারে। কারো মধ্যে মানুষকে সাহায্য করার প্রবল ইচ্ছা না থাকলে এটি সম্ভব নয়। তিনি অসাধারণ কাজ করছেন এবং সোনুর মতো মানুষের সংখ্যা খুব কম।’

অর্থ কষ্টের কথা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার এক ছাত্র তিন মাসে ৪৫ হাজার রুপি দিয়েছে। এছাড়া আরএসএস-এর কাছ থেকে সাহায্য পেয়েছি, তারা আমাকে রেশন দিয়েছে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়