ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেলেকন্যা ‘গাঙকুমারীর’ খোঁজে তুহিন

প্রকাশিত: ০৫:১১, ২০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জেলেকন্যা ‘গাঙকুমারীর’ খোঁজে তুহিন

চলতি অর্থবছরে বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদান পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘গাঙকুমারী’। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।

এরই মধ্যে সিনেমাটির পাত্র-পাত্রী নির্বাচন করা হয়েছে। তবে জেলেকন্যা গাঙকুমারীর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ জেলেকন্যাকে খুঁজে পাওয়া যায়নি বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা।

ফজলুল কবীর তুহিন বলেন, ‘‘এখন চিত্রনাট্যের কাজ চলছে। আগামী অক্টোবরে দৃশ্যধারণ শুরুর কথা ভাবছি। সিনেমাটির মূল চরিত্র গাঙকুমারীকে এখনো খুঁজে পাইনি। ‘গাঙকুমারী’ নামে ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়েছি। আগ্রহীরা এই পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’’

গাঙকুমারী চরিত্র প্রসঙ্গে এ নির্মাতা জানান, ভাটি অঞ্চলের ১৮-১৯ বছর বয়েসি এক জেলেকন্যা ‘গাঙকুমারী। গাঢ় শ্যামল বর্ণের মেয়েটি নদীর বুকে বাবা-ভাইয়ের সঙ্গে মাছ ধরে। সারল্য ও বলিষ্ঠতার সু-স্পষ্ট ছাপ তার আচরণ ও দেহ ভঙ্গিমায়, যা সে চেষ্টাহীনভাবে প্রকৃতির কাছ থেকে পেয়েছে। নারী হিসেবে পিতৃতান্ত্রিক সমাজের কোনো দ্বিধা, ভয় বা আড়ষ্টতা তার মনে ভর করেনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়