ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী রিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২৮, ৯ সেপ্টেম্বর ২০২০
অভিনেত্রী রিয়া গ্রেপ্তার

মাদক কাণ্ডে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে গ্রেপ্তারের মেমো তৈরি হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও সংগ্রহের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এখন এই অভিনেত্রীর মেডিক্যাল টেস্ট এবং এরপর তাকে আদালতে হাজির করানো হবে। 

আরো পড়ুন:

এ প্রসঙ্গে রিয়ার আইনজীবী বলেন, ‘রিয়ার গ্রেপ্তারের ঘটনা ন্যায়বিচারের প্রহশন।’ সুশান্তকে মাদকাসক্ত উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তিনটি রাষ্ট্রীয় এজেন্সি একজন নারীকে হেনস্তা করছে, যিনি এক মাদকাসক্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জাড়িয়েছিলেন।’

এদিকে রিয়া গ্রেপ্তারের পর সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের একটি পোস্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন।’

গত ২৬ আগস্ট রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় দিল্লিতে মামলা দায়ের করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর এ বিষয়ে তদন্ত শুরু হয়। রিয়া ছাড়াও এই ঘটনায় ইতোমধ্যে সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রাঁধুনী দিপেশ সাওয়ান্তসহ কয়েকজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানেই শেষ নয়, মাদক কাণ্ডে জড়িত এমন ২৫ জন বলিউড তারকার তালিকা তৈরি করেছে এনসিবি বিশেষ টিম।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়