ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই ব্যবসায়ীকে বিয়ে করছেন কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৩০, ৬ অক্টোবর ২০২০
সেই ব্যবসায়ীকে বিয়ে করছেন কাজল

কাজল আগরওয়াল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক অনেক খবর প্রকাশ করেছে গণমাধ্যম।

কয়েক মাস আগে গুঞ্জন শোনা যায়, ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বাগদান সেরেছেন কাজল। যদিও বিষয়টি নিয়ে তখন মুখ খুলেননি তিনি। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে! কারণ গৌতম কিচলুকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

ওয়েডিংসূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দু’দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান হবে। এতে কাজল-গৌতমের কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে বিয়ের তারিখ এ প্রতিবেদনে উল্লেখ করেনি। তাছাড়া কাজল বা গৌতমের কোনো বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন গৌতম। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা।

বর্তমানে কাজলের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়