ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘আমি মূলত মেয়েদের শালীনতা বজায় রাখার জন্য বলেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ০৬:৫০, ১২ অক্টোবর ২০২০
‘আমি মূলত মেয়েদের শালীনতা বজায় রাখার জন্য বলেছি’

সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে চলছে প্রতিবাদের ঝড়। শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদে শামিল হয়েছেন।

তবে চিত্রনায়ক অনন্ত জলিল গতকাল ফেসবুকে একটি ভিডিও বার্তায় ধর্ষকদের সমালোচনা করার পাশাপাশি নারীদের পোশাকেও দায়ী করেন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় নারীদের উদ্দেশ্যে অনন্ত জলিল বলেন, ‘দেশের সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একজন ভাই হিসেবে বলতে চাই—সিনেমা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় অন্যান্য দেশের মেয়েদের অশ্লীল ড্রেসআপ দেখে নিজেরা তা অনুসরণ করার চেষ্টা করো। আর অশালীন কাপড় পরে বের হও। আল্লাহ তা’আলা তোমাদের যে চেহারা দিয়েছেন, তার দিকে বখাটেরা না তাকিয়ে তখন তোমাদের ফিগারের দিকে তাকায়। আর বিভিন্নভাবে তোমাদের উদ্দেশ্যে মন্তব্য করে। সেখান থেকে ধর্ষণ করার চিন্তা তাদের মাথায় আসে। আশালীন কাপড় পরে তোমরা নিজেকে কি মর্ডান মনে করো?’

আর এ ধরনের বক্তব্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। তার পোস্টে কমেন্টে করে নেটিজেনরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করলে বিতর্কের মুখে পড়ে আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বার্তাটি মুছে নতুন একটি পোস্ট দিয়েছেন তিনি। 

নতুন পোস্টে অনন্ত জলিন বলেছেন, ‘গতকালকের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভ ভাবে নিয়েছেন আবার অনেকেই নেগেটিভ ভাবে নিয়েছেন, আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়