ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুক ফেটে কান্না আসছে: অপু বিশ্বাস

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:২৯, ২৪ অক্টোবর ২০২০
বুক ফেটে কান্না আসছে: অপু বিশ্বাস

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সপ্তমীতে ঢাকের তালে মেতে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। কিন্তু বিশেষ এই দিনে মন ভালো নেই অপু বিশ্বাসের।

অপু রাইজিংবিডিকে বলেন, ‘এবার পূজায় কোনো পরিকল্পনা নেই। মা কিছুদিন আগে গত হয়েছেন। মা পূজার সব পরিকল্পনা করতেন। আমি, মা এক রকম ড্রেস পরতাম। এই যে আনন্দ; এবার আর হবে না! অথচ গতবার পূজায়ও অনেক আনন্দ করেছি। মা’র কথা খুব মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে।’

আরো পড়ুন:

বছর ঘুরে মর্ত্যলোকে মায়ের পা পড়ে। মন্দিরে যাবেন কিনা জানতে চাইলে ‘বিউটি কুইন’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এবার পূজায় সেভাবে কিছুই করা হবে না। তবে অষ্টমীর দিন ছেলেকে নিয়ে মন্দিরে যাব। মায়ের মুখ দর্শন পুণ্যের কাজ। এর বাইরে আর কোথাও যাওয়া হবে না।’

সম্প্রতি মাতৃহারা হয়েছেন অপু বিশ্বাস। মনজুড়ে তার বিষাদের মেঘ। প্রতিবারের মতো এবার ঘটা করে হয়নি পূজার কেনাকাটা। শুধু জয়ের জন্য জামা কিনেছেন। বললেন, ‘আমার আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। মায়ের জন্য প্রার্থনা করছি। তিনি যেন পরপারে ভালো থাকেন।’

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়