ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

গুঞ্জন উড়িয়ে দিলেন নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:২৯, ৬ নভেম্বর ২০২০
গুঞ্জন উড়িয়ে দিলেন নোরা

মরোক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। তবে ভারতীয় সিনেমার অভিনেত্রী হিসেবেই তিনি এখন বেশি পরিচিত।

সম্প্রতি গুঞ্জন ওঠে, অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ সিনেমার একটি আইটেম গানে নাচবেন নোরা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে এক বিবৃতিতে নোরার মুখপাত্র বলেন, ‘বেল বটম সিনেমার একটি বিশেষ গানে নোরার চুক্তিবদ্ধ হওয়ার যে গুঞ্জন উঠেছে, নোরা ফাতেহির মুখপাত্র হিসেবে বিষয়টি পরিষ্কার করছি। বেল বটম সিনেমার কোনো কিছুর সঙ্গেই তিনি যুক্ত হননি। বেল বটম নিয়ে নোরা ফাতেহির যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।’

আরো পড়ুন:

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুটিং হওয়া সিনেমারগুলোর একটি ‘বেল বটম’। স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় কুমার ছাড়াও আছেন বাণী কাপুর, হুমা কুরেশী, লারা দত্ত প্রমুখ। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত সিনেমাটি ২০২১ সালের এপ্রিলে মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে, নোরা ফাতেহিকে সর্বশেষ ‘নাচ মেরি রানি’ মিউজিক ভিডিওতে দেখা গেছে। গুরু রান্ধওয়ার গাওয়া গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়