RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

স্মৃতি উসকে দিলেন সারা-বরুণ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:৪২, ১৪ জানুয়ারি ২০২১
স্মৃতি উসকে দিলেন সারা-বরুণ (ভিডিও)

গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে।

অবশেষে রাজু কুলি আর মালতী রূপে হাজির হলেন সাইফ কন্যা সারা ও বরুণ ধাওয়ান। বুধবার (২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তেরি ভাবি’। এতে দেখা যায়—বরুণ ওরফে রাজু কুলি রেল স্টেশনে তার সহকর্মীদের নিয়ে নাচছেন। যা দর্শক-শ্রোতাদের সেই ১৯৯৫ সালের স্মৃতি উসকে দিয়েছেন। সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করছেন দর্শকরা।

গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির শুরু হয়। কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়