ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তখনো সুশান্ত পাশে থেকেছেন: সারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তখনো সুশান্ত পাশে থেকেছেন: সারা

সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খান

বলিউডে যোগ্য সম্মান পাননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাই অভিমান করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন— এমনটাই অভিযোগ সুশান্ত ভক্তদের। এই অভিনেতার মৃত্যুর পর থেকেই বলিউডের বেশ কয়েকজন নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা। শুধু তাই নয়, স্বজনপ্রীতির অভিযোগ তুলে তারকা সন্তানদের নানাভাবে কটাক্ষ করছেন।

বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। প্রথম সিনেমাতেই সুশান্তের সঙ্গে অভিনয় করেন। ‘কেদারনাথ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সম্প্রতি এই সিনেমার প্রচারে সুশান্তকে নিয়ে সারার মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সুশান্তের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সারা।

ভিডিওতে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না সিনেমাটিতে কতটুকু অভিনয় করতে পেরেছি। তবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় সুশান্ত ছাড়া এটি সম্ভব হতো না। তিনি আমাকে সব রকমভাবে সাহায্য করেছেন। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম, নিজেকে হারিয়ে ফেলছিলাম, তখনো সুশান্ত পাশে থেকেছেন। অনেকেই বলেন আমার হিন্দি অনেক ভালো, কিন্তু আমি যতটুকু হিন্দি বলি, সবটুকু সুশান্তই শিখেয়েছেন। তিনি আমাকে প্রথমেই বলেছিলেন, আমার সঙ্গে হিন্দিতেই কথা বলবে। এভাবেই ধীরে ধীরে হিন্দি শিখে নিয়েছি। কিছুটা অভিনয়ও শিখে নিয়েছি। তিনি আমাকে অনেক অনেক সাহায্য করেছেন।’

সুশান্তের মৃত্যুর পর ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সারা। হৃদয় ভঙ্গের কয়েকটি ইমোজিসহ ক্যাপশনে লেখেন, ‘সুশান্ত সিং রাজপুত।’

এদিকে এক সাক্ষাৎকারে সারার বাবা সাইফ আলী খান জানান, সুশান্তের মৃত্যুর খবর শুনে ভীষণ ভেঙে পড়েন সারা। কারণ সুশান্তকে অনেক সম্মান করতেন এই অভিনেত্রী।

সাইফ বলেন, ‘সারা সুশান্তকে অনেক পছন্দ করত। তার ব্যক্তিত্বের বেশ কিছু বিষয় তার পছন্দ ছিল। সে আমাকে বলত সুশান্ত অনেক জ্ঞানী। দর্শন, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে আলোচনা করত। তাকে তীর চালানো শিখিয়েছে। ভালো অভিনেতার পাশাপাশি সে খুব ফিট এবং পরিশ্রমী। সারা সবসময় তাকে অসাধারণ ব্যক্তি হিসেবে মনে করত।’

দেখুন: ভাইরাল ভিডিওটি

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on Jun 19, 2020 at 9:26pm PDT

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়