ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সজলের জুতা সেলাইয়ের গল্প!

প্রকাশিত: ১৫:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:০০, ৪ ফেব্রুয়ারি ২০২১
সজলের জুতা সেলাইয়ের গল্প!

আব্দুন নূর সজল গরীব ঘরের মেধাবী সন্তান। উচ্চ শিক্ষিত। ভাগ্য দোষে সে কোনো চাকরি পায়নি। সরকারি চাকরির বয়সও শেষ হয়ে এসেছে। শিক্ষিত হওয়ার কারণে এলাকায় ছোটখাটো দিন মজুরের কাজও করতে পারে না। যদিও বেশ কয়েকবার সেটাও চেষ্টা করেছে। কিন্তু তাতে পড়শিদের অবজ্ঞা বেশি পেয়েছে, হাসির পাত্র হয়েছে।

এজন্য মান-সম্মান এবং মা-বাবাকে সুখী রাখার জন্য ঢাকায় পাড়ি জমায় সজল। শুরু করে নতুন এক জার্নি! নিজেই জুতা সেলাইয়ের কাজ শুরু করে। ঘটনাক্রমে তার কাছে জুতা সেলাই করতে যায় সারিকা সাবরিন! তবে এটি বাস্তবের কোনো চিত্র নয়। ‘জুতা চরণ বাবু’ নামে একটি টেলিফিল্মে এমন দৃশ্য দেখা যাবে। এটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিরাজুল ইসলাম, মিলি বাসার, মুনতাহা এমিলা, ড. হিরা, লিটন খন্দকার, অনিক হুমায়ন, জি সি রাজিব, খলিল, আকাশ, তন্ময়। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়