ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতিবাচক চরিত্রে আমি ভালো করতে পারতাম: সুজাতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২১
নেতিবাচক চরিত্রে আমি ভালো করতে পারতাম: সুজাতা

সুজাতা আজিম

বরেণ্য অভিনেত্রী সুজাতা আজিমের ক্যারিয়ার শুরু হয় মঞ্চনাটক দিয়ে। এরপর ষাটের দশকে ‘ধারাপাত’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তবে ‘রূপবান’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। বলা চলে এরপর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়ে নেন তিনি। একের পর এক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে খ্যাতির চূড়ায় উঠে যান সুজাতা। অভিনয়ে বিশেষ অবদানের জন্য চলতি বছর একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন এই অভিনেত্রী। তাকে শুভেচ্ছা জানিয়ে এই সাক্ষাৎকার নিয়েছেন রাইজিংবিডির জ্যেষ্ঠ সহ-সম্পাদক আমিনুল ইসলাম শান্ত।

রাইজিংবিডি: একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় আপনাকে অভিবাদন। 
সুজাতা:
ধন্যবাদ।

আরো পড়ুন:

রাইজিংবিডি: পদক প্রাপ্তির খবরে আপনার অনুভূতি জানতে চাই।
সুজাতা:
শিল্পী জীবনে এটি একটি বিরাট পাওয়া! একজন শিল্পী এই সম্মাননা পাওয়ার জন্য অনেক অনেক কষ্ট করেন। যখন কেউ এই পুরস্কার পায় তখন তিনি বুঝতে পারেন কী পেলেন! মণি-মুক্তা হাতে পেলে যেমন অনুভূতি হয়! অর্থাৎ মনে হয় দুনিয়ার সবকিছু পেয়ে গেছি। গত ৫৬ বছর ধরে অভিনয়ের সঙ্গে রয়েছি। গতকাল এ খবর পাওয়ার পর যতটা আনন্দিত হয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো না।

রাইজিংবিডি: আপনার বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার। একুশে এসে একুশে পদক প্রাপ্তির পর কি মনে হয়েছে- এটি আরো আগে পাওয়া উচিত ছিল?
সুজাতা:
এই পুরস্কার আরো আগে পেতে পারতাম বা পাওয়া উচিত ছিল- আমি বলব না। প্রধানমন্ত্রী আমাকে যে এই সম্মাননা দিয়েছেন এতেই আমি খুশি। আমি আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়ি। ২০২১ সালে এসে এই সম্মাননা আমার ভাগ্যে লেখা ছিল- এটা আমি বিশ্বাস করি।

রাইজিংবিডি: অসুস্থতা কাটিয়ে কাজে কতটা মনোযোগী হতে পেরেছেন?
সুজাতা:
হ্যাঁ, এরই মধ্যে আমি কাজে ফিরেছি। সিনেমার ডাবিং করছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এখন এমনিতেই কাজ কম হয়। কাজে ডুবে থাকতে পারলেই বরং ভালো থাকি। কাজ কম থাকার কারণে আরো অসুস্থ হয়ে পড়ি। কাজে ব্যস্ত থাকতে পারলে আরো বেশি সুস্থ থাকতাম।

রাইজিংবিডি: ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করেছেন। তবু কী মনে হয়- এই চরিত্রে অভিনয় করতে পারলে আকাঙ্ক্ষা পূর্ণ হতো?
সুজাতা:
চরিত্র নিয়ে একজন শিল্পীর অপ্রাপ্তি থাকবেই। এটা শুধু আমার নয়, সবারই থাকবে। অনেক মহারথী বলে গেছেন, আমি যদি আরো ভালো চরিত্র পেতাম, তবে আরো ভালো করতে পারতাম! ক্যারিয়ারে সব সময় ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। ইচ্ছা ছিল, নেতিবাচক চরিত্রে অভিনয় করার। কিন্তু সেটা পাইনি, করাও হয়নি। এটাকে দুঃখ বলব না। কিন্তু এটা আমার আশা ছিল। আমার বিশ্বাস, নেতিবাচক চরিত্র পেলে আমি ভালো করতে পারতাম।

রাইজিংবিডি: ব্যক্তিগত জীবনে কোনো অপ্রাপ্তি...
সুজাতা:
না, জীবনে কোনো অপ্রাপ্তি নেই, জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলেকে নায়ক বানাতে চেয়েছিলাম। আর তখনই চলচ্চিত্রে ধস নামে। অর্থাৎ চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হয়। তারপর ছেলেকে সরিয়ে নেই- এটাই আমার দুঃখ। ওই সময়ে যদি ছেলেকে কাজের সুযোগ করে দিতে পারতাম তবে আজ হয়তো ও দাঁড়িয়ে যেত বা একটা পজিশনে চলে যেত।

রাইজিংবিডি: আপনি নিয়মিত বই লিখছেন। এবার একুশে বইমেলায় কী বই আসছে?
সুজাতা:
বইমেলায় প্রতি বছরই আমার বই বের হয়। এবারো আমার তিনটি বই প্রকাশিত হবে। একটি আমার আত্মজীবনী অন্য দুটি ‘রূপবানের কথা’ ও ‘মেঘলা আকাশ’ নামে উপন্যাস। ‘রূপবানের রান্না ঘর’সহ আরো দুটি উপন্যাস লিখছি।

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়