ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিইউতে সুজাতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:১৩, ২৫ নভেম্বর ২০২০
সিসিইউতে সুজাতা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয় তাকে।

এ তথ্য নিশ্চিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন—সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী সুজাতা ম্যাডাম  হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে সিসিইউতে ভর্তি আছেন। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।

আরো পড়ুন:

আজ দুপুরের পর সুজাতার হার্টে রিং পরানো হতে পারে। বিষয়টি উল্লেখ করে জায়েদ খান বলেন, আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাসায়ই হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দুপুরের পর ম্যাডামের হৃদযন্ত্রে রিং পরানো হতে পারে!

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সুজাতা। পরবর্তীতে ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। মূল অভিনেত্রী হিসেবে প্রথম ‘মেঘ ভাঙা রোদ’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে কালজয়ী ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়