ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে যা বললেন হাশমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২১ মার্চ ২০২১   আপডেট: ১৩:১২, ২১ মার্চ ২০২১
‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে যা বললেন হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি। পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করে দর্শকের কাছে ‘সিরিয়াল কিসার’ তকমা পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

এই তকমা তার অভিনয় ক্যারিয়ারে ভালো নাকি মন্দ প্রভাব ফেলেছে জানতে চাইলে ইমরান হাশমি বলেন, ‘আমি জানি না। মনে হয় দু’টোই। এটি একদিন থেকে আমাকে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করেছে। এমন কিছু সাহসী গল্প পাচ্ছিলাম যেগুলো অব্যক্ত ছিল। একটি ভিন্ন পথ ছিল। এটি আমার একান্ত নিজের পথচলা ও রোডম্যাপ ছিল। যদি কোনো নেতিবাচকতা থেকে থাকে তাহলে অনবরত এর মধ্যে আবদ্ধ থাকা। এজন্য ট্যাগ টেনে আনা অযৌক্তিক।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘যেখানে আমি ভিন্ন গল্প ও চরিত্র করছি, সেখানে বারবার একই কথা বলার প্রয়োজন কি? কিন্তু সেই সময়টা ভিন্ন ছিল। দেশের মানুষের মধ্যে পরিবর্তন জাগছিল এবং তাদের কাছে এটি একটু অন্যরকম মনে হয়েছে। তারা চমকে গেছে। কিন্তু আমি আমার কাজ করছিলাম। প্রকৃতপক্ষে, লাখ লাখ মানুষ এটি উপভোগ করেছে।’

বর্তমানে বলিউড সিনেমায় প্রায়ই চুম্বন দৃশ্য দেখা যায়। এতে তার অবদান প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় কারণ হিন্দি সিনেমার এমন কিছু বিষয়ের অংশ হতে পেরেছি। কিন্তু যদি কেউ এটি উপভোগ না করেন, তাহলে তার দেখার ধরণ ভিন্ন হবে। চুমু নিয়ে কটু কথা বলা এবং যারা বড় পর্দায় দৃশ্যগুলো দেখতে চান না তাদের জন্য সিনেমা সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাড়া আর কিছু নয়। মনে হতে পারে আমি বড় কোনো পরিবর্তন এনেছি, কিন্তু কখনো সেভাবে ভেবে দেখিনি। শুধু আমার কাজ করে গেছি। অভিনেতা হিসেবে পরিচালকের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি। কে কীভাবে বিষয়টি দেখবে অথবা কার ওপর কেমন প্রভাব পড়বে তা ভেবে দেখিনি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়