ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জলসা’ নিয়ে স্মৃতিকাতর অমিতাভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:২৯, ১১ এপ্রিল ২০২১
‘জলসা’ নিয়ে স্মৃতিকাতর অমিতাভ

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তার কয়েকটি বাড়ির মধ্যে একটি ‘জলসা’। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত এই বাংলো নিয়ে স্মৃতিচারণ করেছেন ‘বিগ বিগ’।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জয়া বচ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চুপকে চুপকে, ঋষিকেষ মুখার্জি পরিচালিত আমাদের সিনেমা। ৪৬ বছর আগে এইদিনে শেষ হয়েছিল। এই ছবিতে যে বাড়ি দেখা যাচ্ছে সেটি প্রযোজক এনসি সিপ্পির। আমরা এটি কিনেছি, এরপর সেটি বিক্রি করেছি এবং তারপর এটি আবার কিনে নিয়েছি। নিজের মতো করে তৈরি করেছি। এটা এখন আমাদের বাড়ি জলসা।’

আরো পড়ুন:

এই অভিনেতা আরো লিখেছেন, “এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। ‘আনন্দ’, ‘নামাক হারাম’, ‘চুপকে চুপকে’, ‘সত্তে পে সত্তা’ আরো অনেক।”

বর্তমানে অমিতাভ বচ্চনের ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘চেহরে’ সিনেমা দু’টি। এছাড়া ‘মেডে’ এবং ‘আঁখে টু’ সিনেমায় দেখা যাবে তাকে। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়