ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলেন ফারুক

প্রকাশিত: ১৭:৩১, ২৫ এপ্রিল ২০২১  
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলেন ফারুক

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ছোট পর্দার কাজ নিয়ে বেশি ব‌্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ঈদুল ফিতরের কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। তবে করোনার কারণে আপাতত ঘরবন্দি তিনি।

ঘরে বসে মানুষকে সচেতন করতে করোনা নিয়ে একটি স্লোগান লিখেছেন ফারুক। এটি সর্বত্র ব্যবহার করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অভিনেতা। ফেসবুক স্ট‌্যাটাসে এসব তথ‌্য জানান ফারুক।

স্ট্যাটাসে ফারুক লিখেছেন—‘মহামারি করোনা মাস্ক ছাড়া ঘুরো না।’ এই স্লোগানটি হঠাৎ আমার মাথায় এসেছে। ছোট কিন্তু অর্থবহ। স্লোগানটি যদি বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে, দেয়ালে অর্থাৎ বিভিন্ন যায়গায় ছোট ছোট স্টিকার বানিয়ে লাগিয়ে দেওয়া যায়, তবে জনগণ হয়তো এই করোনাকালে স্টিকারটি দেখে মাস্ক পড়তে উদ্বুদ্ধ হবেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

করোনার ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান ফারুক।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়